২৯ জুন, ২০২০ ইং তারিখ সোমবার আনুমানিক সকাল ৯.০০ টার সময় পুরাণ ঢাকার শ্যামবাজারের কাছাকাছি লঞ্চ ডুবির ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়- “এমভি মর্নিং বার্ড” নামের একটি লঞ্চ মুন্সিগঞ্জের কাঠপট্টি এলাকা থেকে প্রায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে ঢাকার সদর ঘটের দিকে আসছিল। শ্যামবাজারের কাছাকাছি নদীতে সদরঘাটের দিক থেকে আসা “ময়ুর-২” নামের একটি বড় লঞ্চের সাথে ধাক্কা লেগে মর্নিং বার্ড উল্টে যায়। চাঁদপুর থেকে সদরঘাটে আসা “ময়ুর-২” নামের লঞ্চটি ব্যাক গিয়ারে পিছনের দিকে ঘুরানোর সময় পিছনে থাকা মর্নিং বার্ডের সাথে ধাক্কা লাগে।উল্টে যাওয়া লঞ্চে থাকা প্রায় ৫০ জন যাত্রীর মধ্যে কিছু যাত্রী সাঁতরে নদীর তীরে পৌঁছুলেও বেশিরভাগ যাত্রীই ডুবে যাওয়া লঞ্চের মধ্যে আটকা পরে। সেখান থেকে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এসে এখন পর্যন্ত ৩০ জনের লাশ উদ্ধার করেন। যার মধ্যে ১৯ জন পুরুষ, ৮ জন মহিলা ও ৩ জন শিশু আছে বলে ফায়ার সার্ভিস কর্মীরা জানান। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীদের পাশাপাশি সেখানে কোস্ট গার্ড, নৌবাহিনী, নৌ পুলিশ ও বিআইডাব্লিউটি-এর কর্মীরাও উদ্ধারকাজে অংশ নেয়।
এদিকে দুর্ঘটনার পর ডুবে যাওয়া লঞ্চে থাকা ব্যক্তিদের খোঁজ করার জন্য হাজার হাজার মানুষ ভীড় করে আছে নদীর ঘাটে। সেখানে খোঁজ না পাওয়া আত্মীয়ের জন্য অনেক মানুষকেই কাঁদাকাটি করতে দেখা গেছে।