জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোক মিছিলের মাধ্যমে ১৫ আগস্টের প্রথম প্রহরে গোপালপুর পৌর ছাত্রলীগের জাতীয় শোক দিবস পালন।
গোপালপুর পৌর ছাত্রলীগের উদ্যোগে ১৫ আগস্ট, ২০২০ শনিবার রাত ১২.০১ মিনিটে মোমবাতি জ্বালিয়ে আলোক মিছিল করা হয় লালপুর উপজেলা পরিষদ চত্বরে। আলোক মিছিল শেষে উপজেলা চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মাধ্যমে শোক দিবস পালন করে গোপালপুর পৌর ছাত্রলীগ। উক্ত সভায় সভাপতিত্ব করেন গোপালপুর পৌর ছাত্রলীগের আহ্বায়ক উপল পাল সজল এবং উপস্থিত ছিলেন নাটোর জেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব ইকবাল হোসেন রিপন, লালপুর উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক এস এম আনিসুজ্জামান বাবু, সহ-দপ্তর সম্পাদক শফিউল আলম শফি, সদস্য ফিরোজ আল হক ভুঁইয়া, গোপালপুর পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব রামজান আলী, ২ নং ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা কনক ও অন্যান্য নেতৃবৃন্দ। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে সকলে দাঁড়িয়ে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের উদ্দেশ্যে ১ মিনিট নিরবতা পালন করা হয়। তারপর শেখ মুজিবের স্মৃতির উদ্দেশ্যে নিজের স্ব-রচিত কবিতা আবৃত্তি করেন গোপালপুর পৌর যুবলীগ নেতা মানিক। এছাড়া সেখানে বক্তব্য রাখেন আওয়ামীলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। শুরু থেকে সম্পূর্ণ অনুষ্ঠান টি পরিচালনা করেন গোপালপুর পৌর ছাত্রলীগের সদস্য ফয়সাল তৌহিদ তরঙ্গ।