নাটোরের লালপুরে ১০ নং কদিমচিলান ইউনিয়ন চেয়ারম্যান জনাব মো. সেলিম রেজা (মাস্টার)-কে পদ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
লালপুর উপজেলার স্থানীয় সরকার বিভাগ থেকে জানা যায়, উপজেলার ১০ নং কদিমচিলান ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম রেজা তার ইউনিয়নের ০১ নং ওয়ার্ড ইউপি সদস্য জনাব আবুল কালাম আজাদ দীর্ঘদিন যাবৎ দেশের বাইরে অবস্থান করেন। কিন্তু চেয়ারম্যান সেলিম রেজার বিরুদ্ধে উক্ত বিদেশে অবস্থানের তথ্য গোপন করে তার বেতন-ভাতা উত্তোলন ও সরকারি অর্থ আত্মসাতে সহায়তা করার অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(১) ধারার বিধান মোতাবেক সংশ্লিষ্ট চেয়ারম্যান সেলিম রেজাকে সাময়িক বহিষ্কার করা হয়। এছাড়া স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(৪)(খ)(ঘ) ধারার বিধান মোতাবেক তাকে কেন পদ হতে চুড়ান্তভাবে বরখাস্ত করা হবে না, তার কারণ দর্শানোর জবাব সংগ্রহপূর্বক পত্র প্রাপ্তির ১০ (দশ) কর্মদিবসের মধ্যে প্রেরণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।